Friday, January 22, 2010

Chinese মোবাইলের কিছু দরকারি গোপন কোড!!

আমি এখানে চাইনা মোবাইলের কিছু দরকারি গোপন কোড তুলে ধরলাম আশাকরি কাজে আসতে পারে ।
Chinese mobile কথা কি আর বলবো সাদ্যের ভিতর সবটুকু সুখাই যেন চাইনিজ মোবাইল দিয়ে থাকে আর এই মোবাইলের সচরাচর যে সমস্যাটি হয়ে থাকে তাহচ্চে মোবাইলের Language পরিবর্তন ।বিভিন্ন কারনেও মোবাইলের সেটিং উলটপালট হতে পারে তাই নিচে কিছু গোপন কোড দেওয়া আছে আশাকরি এইসব ছোট খাটো সমস্যা আপনি নিজেই সারতে পারবেন ।
1>Set Default Language :Chinese mobile এ চাইনা Language থেকে ডিফল্ট Language English করতে হলে *#0000# টাইপকরে সেন্ড বাটমে বা Yes বাটমে ক্লিক করে একটু অপেক্ষা করুন অথবা (*#0044#)বা (*#001#)টাইপকরে সেন্ড এ ক্লিক করুন দেখুন ডিফল্ট Language English হয়ে যাবে ।
2>Default User Code :মেনুয়ালি রিউস্টুরফেক্টরি সেটিং দেওয়ার জন্য যেকোন সেটে ডিফল্ট কোড চাইবে সাধারণত নকিয়া.মটোরলা.সেমসং সনিএরিকসন ডিফল্ট কোড
12345,0000,000000,00000000 হয়ে থাকে কিন্তু চাইনিজ মোবাইলএ একটু ব্যতিকম চাইনিজ ডিফল্ট কোড হচ্চে 1122,3344,1234,5678,0000
*Restore factory settings :রিউস্টুরফেক্টরি সেটিং দিতে হলে টাইপ করুন*#987*99# অথবা মেনুয়ালি রিউস্টুরফেক্টরি সেটিং করে নিন ।
*Software Version: চাইনিজ মোবাইলের সফটওয়ার ভার্সন জানার জন্য টাইপ করুন *#800# অথবা *#900#
*Engineer mode :*#110*01#
*Enable COM port :*#110*01#->Device->Set URT -> PS Config ->UART1/115200
*LCD contrast :*#369#
চাইনিজ মোবাইলের পিসি স্যুট সফটওয়ার ডাউনলোড জন্য এখানে ক্লিক করুন
উপরোক্ত কোড গুলো চাইনিজ মোবাইলের ব্যবহার করে দেখুন এবং নতুন কোড পেলে দয়া করে এখানে মন্তব্য করুন ।

No comments:

Post a Comment