Monday, January 11, 2010

synchroniseএর মাধ্যমে ইন্টারনেটে ব্যকাপ রাখুন আপনার মোবাইলের গুরুতর্পুন মোবাইল নাম্বার গুলো !!!

তথ্যপ্রযুক্তির যুগান্তকারী আবিষ্কার হচ্ছে মোবাইল ফোন, প্রযুক্তির সাথে তালমিলিয়ে মোবাইল ফোন যে রকম আমাদের অনেক চাহিদাই পুরন করছে তেমনি ইন্টারনেটের বিশাল তথ্য বান্ডারকে এনেদিয়েছে আমাদের হাতের মুটোও।আমরা চাইলেই যেখান থেকে ইচ্চে সেখান থেকে পাড়ি যমাতে পারি ইন্টারনেটের বিশাল সমুদ্রে ।

আমি এখানে ইন্টারনেট সাপোর্ট মোবাইল ফোনের ছোট্র একটা প্রোগরামের ব্যবহার দেখাবো যা ব্যবহার করলে আমার মনে হয় আপনি উপকৃত হবেন ।আমরা সবাইত মোবাইল ফোন ইউজ করি আর মোবাইল ফোনের সবচেয়ে গুরুতপুর্ণ হচ্চে আমাদের প্রিয়জনের মোবাইল নাম্বারগুলো আর এই নাম্বারগুলা যখন আমারা হারিয়ে ফেলি তখন বুঝাযায় নাম্বারগুলা কতটা জরুরী ছিল,আপনি চাইলেই কিন্তূ একটু কষ্ট করে খুব সহজেই নাম্বারগুলো ব্যকাপ রাখতে পারেন ।

clip_image001[4]

Sync বা Synchronise এই প্রগ্রারামটি সচরাআচর আমরা অনেকে এড়িয়ে চলি আসলে এই সিংক্রোনাইজ ফাংশনটি ব্যাবহার করে আপনার মোবাইল থেকে Notes,Calendar,contacts ইন্টারনেটে ব্যকাপ রাখতে পারেন এবং যে কোন সময় পৃথিবীর যেখান তেকে ইচ্চে সেখান তেকে নাম্বারগুলা পেতে পারেন,যা কোন কোন সময় অনেক কাজে লাগতে পারে.আর সিংক্রোনাইজ নাম্বারগুলো ব্যকাপ সস্তি পাওয়া যায় কারন যে কেউ আপনার নাম্বারগুলো দেখতে পারবেনা কারন আপনার একটা নিজস্ব ইউযার নেইম ও পাসওয়ার্ড থাকবে ।

এই মুর্হুতে যদি সিংক্রোনাইজএ আপনার কোন একাউন্ট না থাকে তাহলে দেরি না করে এক্ষনি একটা একাউন্ট খুলে ফেলুন, ইন্টারনেটে সিংক্রোনাইজিং এর অনেক গুলো সাইট আছে তার মধ্যে আমার O-Sync এর সুবিদা ভাল লেগেছে।আমি O-Sync একটা একাউন্ট খুলে Nokia 6680 হ্যান্ডসেটের মধ্যমে মোবাইলের নাম্বারগুলো সিংক্রোনাইজ করে দেখাবো।

প্রথমে আপনি http://www.o-sync.com এ ভিজিট করুন clip_image003[4]

এখানে Sign Up ক্লিক করুন তারপর Registration ফর্মটি আসবে এখানে আপনি ধাপে ধাপে ফর্মটি পুরন করুন তবেমনে রাখবেন ফর্মটিতে কোন ধরনে ফেইক আইডি ব্যবহার করবেন না ।এবার চলুন শুরু করা যাক. প্র্রথমে আপনার নাম জন্ম তারিখ ও আপনার পেশা দিন তারপর Country Code এ বাংলাদেশের হলে +88 দিন আর Area Code খালি রাখলেই চলবে এবং মোবাইল নাম্বারএ আপনার সচল মোবাইল নাম্বারটি দিন,

clip_image005[4]

ইউজার আইডি,পাসওয়ার্ড ও আপনার সচল ইমেল আইডি টি দিন এবং একটি প্রশ্ন ও তার উওর দিয়ে I accept the aboveclip_image006[4]বক্সস্এ ঠিক চিন্হ দিন আর clip_image007[4] new বক্সস্এ অপশনটি সিলেক্ট না করলেই হবে,এখন ফর্মটি লেখা শেষ হলেSubmitএ ক্লিক করুনু,

clip_image009[4]আপনার রেজিষ্ট্রশন ফর্মটি সঠিক হলে এই রিপোর্টটি পাবেন,

clip_image011[4] clip_image013[4]

এবার আপনার দেয়া ইমেল আইডি টি চেক করুন এবং ইমেলএর লিংক থেকে একাউন্টটি এক্টিভ করে নিন ।

এখন আপনার কাজ হচ্চে আপনার মোবাইলএ সিংক্রোনাইজ সেটিং করে নাম্বারগুলা পাঠানো,আমি এখানে Nokia 6680 হ্যান্ডসেটেএ সিংক্রোনাইজ সেটিং করে নাম্বারগুলা পাঠাবো এবং Nokia 5700 হ্যান্ডসেট দিয়ে আমার পাঠানো নাম্বারগুলা ফিরিয়ে আনবো।

প্রথমে clip_image015[4]o-syncএযান Sign In এক্লিক করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড টাইপ করে লগইন করুন, আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডটি সঠিক হলে বলা হবে আপনার মোবাইলে সিংক্রোনাইজ সেটিংটি অটোমেটিকলি সেন্ড করার জন্য.

clip_image017[4]

যেহেতু আমার মোবাইল Nokia 6680এটা Nokia Series60 and 80 Platform এর লিষ্ট এ আছে.আপনার হ্যান্ডসেটটি এই লিষ্ট এ না থাকলে Manual settings টি দেখেনিন

লগইন করার পর মোবাইলের মডেল নির্বাচন করে Next clip_image019[4] এক্লিক করে মোবাইল নাম্বার সঠিক করে send এ ক্লিক করে

clip_image021[4]

Close বাটমে ক্লিক করে একটু অপেক্ষা করুন,কারন আপনার মোবাইল নাম্বারএ সিংক্রোনাইজ সেটিংটি একটা এসএমএস চলে যাবে এই এসএমএসটি সেভ করে সেটিং করতে হবে।

(এসএমএস টি না পেলে Manual settings করে নিন)

এখন আমরা মোবাইলে এসএমএসটি সেভ করবো.

s01

এসএমএসটি সেভ করার সময় যদি পাসওয়ার্ড চায় 1234 দিন,এবার মোবাইলএর মেনুতে ক্লিক করে

clip_image031[4] Sync প্রগোরামটি অপেন করুনদেখুন ডিফল্ট সেটিং এর নিচেO-Sync সেটিং টি চলে আসছে এখন অপশন এ ক্লিক করে নিচের ছবি গুলো দেখে সেটিং করে নিন ।

clip_image001[6]clip_image033[4]

clip_image034[4]clip_image035[4]clip_image036[4]clip_image037[4]

clip_image038[4]clip_image039[8]

clip_image040[4]clip_image039[9]clip_image041[4]clip_image042[4]

clip_image043[4]clip_image044[4]

clip_image039[10]clip_image045[4]

hkhjk

সিংক্রোনাইজ কমপ্লিট হলে o-syncএযান আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড টাইপ করে লগইন করে দেখুন আপনার নাম্বার চলে আসছে ।

(Data bearerএ web এবং access pointএ আপনার ইন্টারনেট একসিস পয়েন্ট সিলেক্ট করুন,আপনি যে সিম দিয় ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমের ইন্টারনেট সেটিং অবশ্যই আপনার মোবাইল থাকতে হবে কারন আপনার হ্যান্ড সেটে ইন্টারনেট সেটিং না থাকলে সিংক্রোনাইজ ফেল দেখাবে )

এবার Nokia 5700 হ্যান্ডসেট দিয়ে আমার পাঠানো নাম্বারগুলা ফিরিয়ে আনবো.Nokia 5700এ synchronise সেটিং করার জন্য নিচের ছবি সেটিং গুলোদেখে নিন..

 capture00030 capture00007

capture00008 capture00011

capture00012 capture00019

capture00058 capture00060

capture00024 capture00025

  capture00038capture00045

 capture00047capture00049 সিংক্রোনাইজ সেটিং এ কোন সমস্যা হলে o-sync ওয়েব সাইটে ভিজিট করে মেনুয়াল সেটিং দেখে নিন না হলে এখানে মন্তব্য করুন

No comments:

Post a Comment