Monday, May 31, 2010

কোন ধরনের সফটওয়ার ছাড়াই যে কোন Local Disk বা Removable Disk এর ব্যাকগ্রাউন্ডএ আপনার পচন্দের ছবিটি রাখুন খুবই সহজে !!

যে কোন Local Disk বা Removable Disk এর ব্যাকগ্রাউন্ডএ আপনার পচন্দের ছবিটি রাখুন খুব সহজে কোন ধরনের সফটওয়ার ছাড়াই এজন্য আপনাকে যা যা করতে হবে তা হচ্চে প্রথমে আপনার পচন্দ মত সাদা ব্যাকগ্রাউন্ড বা যাই হোক না কেন( 814×592 pixels )একটি .JPG ছবি এবং একটি .ini ফাইল তৈরি করতে হবে. 


2010-06-01_174736 copy
এখন Notepad অপেন করে নিচের দেয়া কমান্ডগুলো লিখুন অথবা এখান থেকে desktop.ini ফাইলটি ডাউনলোড করুন.
[.shellclassInfo]
IconFile=desktop32.ico
IconIndex=0
ComfirmFile0p=0
OriginalIcon=%
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
IconArea_Image=murad.jpg
এবার Notepad এই কমান্ডগুলো লিখার পর Save as করুন desktop.ini নামে.
এখন আপনি যে ড্রাইভএ ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখতে চান সে ড্রাইভএ এই desktop.ini ফাইলটি এবং আপনার তৈরিকৃত( 814×592 pixels ).JPG ছবিটি পেষ্ট করুন,ব্যস হয়ে যাবে আপনার ড্রাইভএর ব্যাকগ্রাউন্ড ছবি,এই পদ্ধতিতে আপনি নিজে নিজে ব্যাকগ্রাউন্ডএ ছবি তৈরি করে রাখলেন এ কাজ সফটওয়ারএর মাধ্যমে করতে চাইলে এখান থেকে USB Personalizer 5.0 সফটওয়ারটি ডাউনলোড করে রাখতে পারেনে এবংএই সফটওয়ারটি দিয়ে আপনি ড্রাইভএর আইকনও পরিবর্তন করতে পারবেন.

(বি:দ্র: কোন ড্রাইভএ ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখতে অবশ্যই সে ড্রাইভএ desktop.ini এবং একটি JPG ফরম্যটের ছবি যার নাম থাকবে desktop.ini ফাইলের ভিতরের কমান্ডনুসারে,ড্রাইভএর ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখার এই পদ্ধতিটি আমি"Microsoft Windows XP Professional" পরিবর্তন করেছি এবং ছবি রাখতে সমস্যা হলে অবশ্যই এখানে মন্তব্য করবেন)

BIOS এ USB BOOT সাপোর্ট ছাড়া কিভাবে USB থেকে BOOT করবেন !!!

USB থেকে Boot করার প্রোয়োজন আমাদের অনেক কারনে হয়ে থাকে যেমন ধরুন মাঝে মাঝে আমাদের অনেকেই উইনডোস একসপি সেটাপ বা লিনাস চালানোর জন্য usb bootable disk তৈরী করতে হয়,কষ্ট করে usb bootable disk তৈরী করলেন এখন boot করতে গিয়ে দেখলে মাদার বোর্ড এ bios এ usb booting নেই তখন কি করবেন.আসলে এখন নতুন প্রায় সব মাদার বোর্ডই usb থেকে boot করা যায় তাই আমার মত যদি পুরাতন মাদার বোর্ড এর সম্মুখিন হন তাহলে এই পোষ্টটি কাজে লাগতে পারে ।
প্রথমে এখান থেকে PLoP সফটওয়ারটি ডাউনলোড করুন,Boot manager হিসাবেPLoP একটি ভাল সফটওয়ার ।
PLoP Boot Manager জিপ ফাইলটি ডাউনলোড করে তা একসট্রাক করুন.
clip_image001
এখন সি ড্রাইভএ c:\plop(plop)নামে একটি ফোল্ডার তৈরী করুন
clip_image002
তৈরী করা এই ফোল্ডার এ plpbt.bin এবং plpgenbtldr.exe ফাইল দুটো রাখুন
এখন এই ফোল্ডার( c:\plop )থেকে plpgenbtldr.exe ফাইলটি অপেন করুন
clip_image003
এই ফাইলটি অপেন হওয়ার পর Command Prompt একটি উইনডো আসবে যে কোন কিতে ক্লিক করলে উইনডোটি চলে যাবে,
এখন দেখুন এই ফোল্ডারএ plpbtldr.bin নামে একটি ফাইল তৈরী হয়ে গেছে.এবার boot.ini ফাইলটি এডিট করে একটি কমান্ড লাইন লিখে দিতে হবে ।
My Computer এর এডড্রেসবারে C:\boot.ini লিখে এন্টার দিলেই ini ফাইলটি নোট পেডএ চলে আসবে অথবা এখানে ক্লিক করে দেখুন.
clip_image004
boot.ini অপেন হওয়ার পর এখানে কিছু না মুছে সব নিচের লাইন এ c:\plop\plpbtldr.bin="PLoP Boot Manager" এই কমান্ডটি লিখে(Ctrl+s)সেভ দিয়ে দিন,এবার কম্পিউটার রিইষ্ট্রাট করে দেখুন কম্পিউটার চালু হয়ার সময় Microsoft Windows xp professinal এর নিচে PLoP Boot Manager টি দেখা যাচ্চে ,
clip_image005 আপনি যদি USB devices থেকে বুট করতে চান তাহলে PLoP Boot Manager এ প্রবেশ করে এর মেনুখেকে USB সিলেক্ট করলে USB থেকে বুট হয়ে যাবে ।
(বি:দ্র: এই পদ্ধতি আমি USB থেকে বুট করতে পেরেছি তাই সমস্যা হলে এখানে মন্তব্য করুন )