প্রথমে এখান থেকে PLoP সফটওয়ারটি ডাউনলোড করুন,Boot manager হিসাবেPLoP একটি ভাল সফটওয়ার ।
PLoP Boot Manager জিপ ফাইলটি ডাউনলোড করে তা একসট্রাক করুন.
এখন সি ড্রাইভএ c:\plop(plop)নামে একটি ফোল্ডার তৈরী করুন
তৈরী করা এই ফোল্ডার এ plpbt.bin এবং plpgenbtldr.exe ফাইল দুটো রাখুন
এখন এই ফোল্ডার( c:\plop )থেকে plpgenbtldr.exe ফাইলটি অপেন করুন
এই ফাইলটি অপেন হওয়ার পর Command Prompt একটি উইনডো আসবে যে কোন কিতে ক্লিক করলে উইনডোটি চলে যাবে,
এখন দেখুন এই ফোল্ডারএ plpbtldr.bin নামে একটি ফাইল তৈরী হয়ে গেছে.এবার boot.ini ফাইলটি এডিট করে একটি কমান্ড লাইন লিখে দিতে হবে ।
My Computer এর এডড্রেসবারে C:\boot.ini লিখে এন্টার দিলেই ini ফাইলটি নোট পেডএ চলে আসবে অথবা এখানে ক্লিক করে দেখুন.
boot.ini অপেন হওয়ার পর এখানে কিছু না মুছে সব নিচের লাইন এ c:\plop\plpbtldr.bin="PLoP Boot Manager" এই কমান্ডটি লিখে(Ctrl+s)সেভ দিয়ে দিন,এবার কম্পিউটার রিইষ্ট্রাট করে দেখুন কম্পিউটার চালু হয়ার সময় Microsoft Windows xp professinal এর নিচে PLoP Boot Manager টি দেখা যাচ্চে ,
(বি:দ্র: এই পদ্ধতি আমি USB থেকে বুট করতে পেরেছি তাই সমস্যা হলে এখানে মন্তব্য করুন )
No comments:
Post a Comment