Wednesday, December 30, 2009

Add করুন ‌‌‌‍‌‌‌’’Copy to folder’’ & ‘’Move to folder’’আপনার Toolbar এর Standar Bottonsএ এবং Context Menu Optionsএ

Copy,Past,Cut এবং Move এই তিনটি Options আমরা সবাই ই খুব বেশি পরিচিত,আসলে কম্পিউটারের কাজে কপি,পেষ্ট কাজটাই বেশি ব্যবহার হয়ে থাকে আর এই কাজে সব চেয়ে বেশি ওস্তাদ আমারা সবাই ।বিশেষ করে আমরা যারা মোবাইলের মেমরি কার্ডে গান বা অনন্য ফাইল ডাউনলোড এবং আপলোড করি তখনতো “কপি.মোভ.পেষ্ট” এর বেশি ব্যবহার করে থাকি,আর এ কাজ টি আমরা অনেকে অনেক পদ্ধতিতে করে থাকি ।
আমি এখানে কয়েকটি পদ্ধতি দেখাবো যা উইনডোস একসপিতে ব্যবহার করলে অনেক সময় বাচবে এবং নির্ভুল ভাবে করা যাবে।
প্রথমেই বলি সহজ ভাবে কপি পেষ্ট করার পদ্ধতি যা আমরা সবাই যানি,একটি ফোল্ডার বা যে কোন ফাইল কপি করতে হলে ফোল্ডার সিলেক্ট করে মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image002 তার পর যেখানে দরকার সেখানেclip_image004 অথবা ফোল্ডার বা যে কোন ফাইল উপর মাউস এর বাম বাটমে চেপে ড্রাগ করে যেখানে দরকার সেখানে ছেড়ে দিলেই পেষ্ট হয়ে যাবে।আবার অনেকে কোন ফোল্ডার বা যে কোন ফাইল কপি করার জন্যclip_image006 Send To > অপসন ব্যবহার করেন ।
এই কপি করা যে যার মতই করি না কেন আমরা একটু কষ্ট করে context menu তেclip_image008copy to folder… এবং move to folder…এড করলে আরও সহজ ভাবে কপি,মোব করতে পারি কারন আমরা কপি করার সময় শুধু কপি করি না তার সাথে নতুন ফোল্ডার তৈরী করা দরকার হয় আর এমাধ্যমে নতুন ফোল্ডার তৈরী করা যায় আবার Standar Bottons এর Copy to & Move to তে এ আপসন আছে ।
এখন আমরা দেখবো কিভাবে Standar Bottons এ কিভাবে copy to & move to এড করা যায় ।
প্রথমে Standar Bottons এর খালি যায় জায়গায় মাউস এর রাইট বাটমে ক্লিক করেclip_image009 এ ক্লিক করুন অথবা view মেনু থেকেToolbers>Customize..clip_image010ক্লিক
করুন, clip_image012এখন বাম দিক available toolbar buttons: থেকেclip_image014&clip_image016বটমটি সিলেক্ট করে Add> তে করুন এবার কাস্টমাইজ টুলবার টি close করুন।ব্যস এবার দেখুন clip_image018টুলবার এ copy to & move to চলে আসছে ।
Context Menu Options :
Context Menu Options এ Copy To Folder & Move To Folder এড করতে হয়
প্রথমে Start মেনু থেকে Run যান regedit টাইপ করে Ok দিন (Windows Key +R চাপলেই উইনডো চলে আসবে)এবার Registry Editor উইনডো টি আসবে, বাম দিকে HKEY_CLASSES_ROOTclip_image019 চিহ্নে ক্লিক করে বা মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image021 করুন,এখন Hkey_classer_root এর নিচে AllFilesystemObjects থেকে clip_image021[1] আবার shellexclip_image021[2]এ থেকে আবার ContextMenuHandlers clip_image021[3] এখন clip_image022 সিলেক্ট করে মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image023new>Key তে ক্লিক করেন New Key #1 এর জায়গায় নাম দিন Copy To আর ডান দিকে clip_image025 (Default) ডাবল ক্লিক করেValue data: তে এই নিচের লেখাটা পেষ্ট করে Ok দিন
{C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}
clip_image027
এখন দেখুন clip_image029 Context Menu Optionsএ copy to folder..চলে আসছে এভাবে আপনি চাইলে Move to folder..ও এড করতে পারবেন ।
Move to folder.. এড করার জন্য আবার clip_image023[1] থেকে এর নাম দিন Move To এবং এর Value data:তে পেষ্ট করেন নিচের লেখাটি
{C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}
clip_image031
ব্যস হয়ে গেলো আপনারContext Menu তে copy to folder… & move to folder… clip_image033

No comments:

Post a Comment