Thursday, December 31, 2009

BluetoothDevice দিয়ে ইন্টারনেট কানেকশনে Error734:the PPPLink control Protocol was terminated এই error রিপোর্টটির সহজ সমাধান

ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ,তারই সুবাদে ইন্টারনেট সেবা এখন তৃনমুল পর্যায়ে চলেগেছে,বিশেষকরে মোবাইল ইন্টারনেট,বাংলাদেশের ভিবিন্ন মোবাইল অপারেটরের তাদের ভিন্ন ভিন্ন ইন্টারনেট সেবার মাধ্যদমে ইন্টারনেট পোইছে দিয়েছেন হাতের মোটয়।আমি নিজেও মোবাইল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি ।মোবাইল দিয়ে ইন্টারনেট কানেকশনে একটি সম্যসার সমাধান তলে ধরলাম আশা করি আপনারদে কাজে আসতে পারে ।
মোবাইল সিম দিয়ে কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দিতে হলে আপনাকে অবশ্যই মডেম ব্যবহার করতে হবে,কিন্তৃ আপনি চাইলেই কিন্তৃ আপনার ইন্টারনেট উপযোগী মোবাইল ফোনটিকে মডেম হিসাবে ব্যবহার করতে পারবেন।মোবাইল ফোন দিয়ে কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন তিনটি উপায় দেয়া যায়..DataCable.2.Bluetooth.3.Infraed
DataCable:
ইন্টারনেট সাপোর্ট মোবাইল ফোনের ডাটাকেবল দিয়ে ইন্টারনেট কানেকশন দেয়া খুব সহজ,আমি গ্রামীন ফোনের সিম দিয়ে,Nokia 5700 হ্যান্ডসেট এর সাথে ইন্টারনেট কানেকশনটি দেখাবো,
প্রথমে মোবাইলের পিসি স্যুট কম্পিউটারএ সেটাপ দিয়ে মোবাইল কানেকট করুন
2009-12-31_031220
তারপর কম্পিউটারএ Nokia PC Suite পিসি স্যুটের ইন্টারনেট অপশন এ Connect to the Internet ক্লিক করে Configure এ যান হ্যান্ডসেটের মডেম সিলেক্ট করে
2009-12-31_031250 2009-12-31_031303
Next করুন Configure the manually সিলেক্ট করে Next দিন
2009-12-31_031327
Access point: GPINTERNET টাইপ করে Finish এ কিক্ল করুন(username বা password লেখার দরকার নাই)2009-12-31_031544 এখন
Connect বাটমে  কিক্ল করলে কানেক্টেড হয়ে যাবে,(একসিস পয়েনট দেয়ার পর কানেক্ট না হলে প্রথমে হ্যান্ডসেটে ইন্টারনেট কনফিগার করে নিন )
আপনি যে হ্যান্ডসেট দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন নিচের লিংক থেকে যেনে আসুন মোবাইলের যাবতীয় তথ্য এবং মেডেম হিসাবে আপনার হ্যান্ডসেটটি কোন ক্যাটাগরির বা ক্লাসের.
http://www.gsmarena.com/
http://www.softpedia.com/
bluetooth device:
clip_image002Bluetooth Device দিয়ে ইন্টারনেট কানেকশনে Error734:the PPP Link control Protocol was terminated এই error রিপোর্টটির সহজ সমাধান.
আমি এবং আমার বন্দুরা আমরা প্রায়ই একটা সম্যসার পড়ি তা হচ্চে যখন আমরা Bluetooth Device দিয়ে ইন্টারনেট কানেকশন দিতে যাচ্চি
clip_image003 clip_image004তখন এরকম Error রিপোটি আসে,নিচে এ সম্যসাটি ছোট্র একটা সমাধান দেওয়া হল,
Bluetooth Deviceদিয়েত আমারা অনেক সার্ভিসই উপভোগ করি যেমন,
মোবাইলেএ রিমোর্ট ব্যবহার করি,কম্পিউটার থেকে ফাইল আদান প্রধান করি, Bluetooth headset কানেক্ট করে গান শুনি ও চ্যটে কথাবলি,ইন্টারনেট ব্যবহার করি আরও অনেক কিছু,Bluetooth Device দিয়ে ইন্টারনেট ব্যবহার করার কিছু সুবিদা যেমন কিছু হ্যান্ডসেটের ডাটাকেবল বাজারে পাওয়া যায় না বা কোন করনে আপনি হয়ত ডাটাকেবল হারিয়ে ফেলেছেন তখন আপনি চাইলে BluetoothDevice দিয়ে ইন্টারনেট কানেকশন দিতে পারেন।
কিছু কিছু মোবাইল হ্যান্ডসেট দিয়ে Bluetooth Device এর সাথে ইন্টারনেট কানেকশন করতে গেলে
clip_image006
অনেক সময় এই error রিপোটি আসে,
আমি গ্রামীন ফোনের সিম দিয়ে,Nokia 5700 হ্যান্ডসেট এবং BlueSoleil Bluetooth Device দিয়ে ইন্টারনেট কানেশনটি দেখাবো,
আপনি যদি BlueSoleil অথবা bluetooth Classic ডিভাইস ব্যবহার করেন অথবা যে ডিভাইস দিয়ে চালান না কেন ইন্টারনেট কানেকশন সময় উপরের error রিপোটি আসে তাহলে প্রথমে মোবাইল ফোনের ইন্টারনেট সেটিংটি দেখেনিন তাঠিক আছে কিনা এবং Bluetooth Device এর পিসি স্যুট এবং ড্রাইবারটি কম্পিউটারএ সটিকভাবে সেটাপ হয়েছে কিনা তা দেখে নিন।
এখনclip_image008StartMenuথেকে Run(WindowsKey+R)এ clip_image009
যান devmgmt.msc টাইপকরে ok করুন DeviceManager এর উইন্ডোটি অপেন হবে এখন ডিভাইসম্যনেজারএর Modemএclip_image010 প্লাস চিহ্নে ক্লিক করে মডেম লিষ্ট থেকে Bluetooth DUN Modemএযান ডাবল ক্লিক করুন clip_image011বা মাউস এর রাইট বাটম ক্লিক করে propertiesএ ক্লিক করুন,
এবার BluetoothDUNModemproperties উইন্ডোটি অপেনহবে, এবার clip_image012ট্যাবএ ক্লিক করেclip_image014
Extra initialization commands এ at+cgdcont=1,"IP","gpinternet"এই clip_image016লেখাটি টাইপ করে ok দিন এখন BlueSoleilএর পিসি স্যুটটি অপনে করুন হ্যান্ডসেটের Bluetooth on করে Device Search এ ক্লিক করুন হ্যান্ডসেটটি কম্পিউটারএ পাওয়ার পর
clip_image017
Bluetooth Dial-up NetworkingService
clip_image019 অপশন থেকেclip_image020কনেক্ট ক্লিক করলে ডাইয়াল উইন্ডোটি আসবে clip_image022এখন user name & password বক্সসএ কিছু টাইপ করার দরকার নাই শুধু মাএ ডাইয়াল ক্লিক করে(Dial Number *99# দিলেও হবে)একটু অপেক্ষাকরুনclip_image024
এবার নিচে দেখুন কানেকশন কনর্ফাম এ রিপোর্টটি দেখাচ্চে,ব্যস হয়ে গেলো Bluetooth দিয়ে ইন্টারনেট কনেকশন,এখন আপনার পচন্দের ব্রাউজারটি অপেন করে ভিজিট করুন আপনার কাংকিত ওয়েব সাইটএ clip_image026


[বি:দ্র:আমি এই ইন্টারনেট কনেকশনটি গ্রামীন ফোনের সিম দিয়ে কনেক্ট করেছি তাই at+cgdcont=1,"IP","gpinternet"এই লেখাতে একসিস পয়েন্টএ gpinternet দিয়েছি কারন যেহেতু এটি গ্রামীন ফোনের সিম তাই এটির ইন্টারনেট একসিস পয়েন্ট gpinternet হবে,এখন আপনি যদি বাংলালিংক সিম দিয়ে ইন্টারনেট কনেকশন দেন তাহলে এর ইন্টারনেট একসিস পয়েন্টএর জায়গায় blweb দিয়ে দেখতে পারেন(at+cgdcont=1,"IP","blweb")অথবা ওয়ারিদ টেলিকমের সিম হলে ওয়ারিদএর ইন্টারনেট একসিস পয়েন্ট দিয়ে দেখতে পারেন বা অন্য অপারেটরহলে তার ইন্টারনেট একসিস পয়েন্ট দিয়ে দেখতে পারেন কাজ হয কিনা, আমি Nokia5700 হ্যান্ডসেট দিয়ে ইন্টারনেট কানেশন করেছি,এই হ্যান্ডসেট দিয়ে ১০০% কাজ হয় তাই কাজ না করলে দয়া করে মন্তব্য করুন ]
আপনার কোন সম্যসা.অনরোধ.মতামত.প্রশ্ন বা উপদেশ থাকলে আমাকে ইমেল করতে পারেন এই ঠিকানায় Leewa_tel@hotmail.com অথবা আমার বগ্লএ মন্তব্য করুন ]

How To Hack Your Nokia S60 v3 Certificate

"Expired Certificate"Certificateerror"ContacttheApplicationSupplier"
clip_image001clip_image002
No more message ' Expired Certificate 'Contact the application supplier.unsigned application , now with this ultimate solution , you can install any application with no problem in S60 3rd edition ( OS9.1 OS9.2 OS9.3 ) ,tested by me and many people, i can say it is full worked,plz follow the step exactly :
First Download the Required Software follwoing link then keep it in your phone memory/card.
Download Here 
image
First You need to install two application in this S60 3rd phone :
clip_image003
- install Y-browser.sis
- Install HelloCarbide.sisx
 clip_image005y
clip_image006Final
First Open Y-browser then exit with MENU KEY not exit key
clip_image007clip_image008
Then Open HelloCarbide
 02 03
Now Click options and select "Menu1"
01 clip_image007[1]
then select "yes".
Final clip_image012
Now Press or Hold Menu Key and Go to Y-Browser…
clip_image013clip_image014
clip_image015clip_image013[1]clip_image016clip_image017clip_image018r copy
Copy "installserver.exe" where you have kept the Downloaded software, put it installserver.exe in C:/Sys/bin  
-Now Restart Your phone
- that is all 
Congratulation , Now we have broken the Nokia security Certificate,
Any Question? Post them in comments.
[N.B.i have succeed broken the Nokia Certificate security on Nokia 6120c V3.83,V4.21,V5.1.But Nokia6120c V6.01 i can't Succeed by the Process so you should not  Update your firmware V5.1 To V6.1]

Wednesday, December 30, 2009

Add করুন ‌‌‌‍‌‌‌’’Copy to folder’’ & ‘’Move to folder’’আপনার Toolbar এর Standar Bottonsএ এবং Context Menu Optionsএ

Copy,Past,Cut এবং Move এই তিনটি Options আমরা সবাই ই খুব বেশি পরিচিত,আসলে কম্পিউটারের কাজে কপি,পেষ্ট কাজটাই বেশি ব্যবহার হয়ে থাকে আর এই কাজে সব চেয়ে বেশি ওস্তাদ আমারা সবাই ।বিশেষ করে আমরা যারা মোবাইলের মেমরি কার্ডে গান বা অনন্য ফাইল ডাউনলোড এবং আপলোড করি তখনতো “কপি.মোভ.পেষ্ট” এর বেশি ব্যবহার করে থাকি,আর এ কাজ টি আমরা অনেকে অনেক পদ্ধতিতে করে থাকি ।
আমি এখানে কয়েকটি পদ্ধতি দেখাবো যা উইনডোস একসপিতে ব্যবহার করলে অনেক সময় বাচবে এবং নির্ভুল ভাবে করা যাবে।
প্রথমেই বলি সহজ ভাবে কপি পেষ্ট করার পদ্ধতি যা আমরা সবাই যানি,একটি ফোল্ডার বা যে কোন ফাইল কপি করতে হলে ফোল্ডার সিলেক্ট করে মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image002 তার পর যেখানে দরকার সেখানেclip_image004 অথবা ফোল্ডার বা যে কোন ফাইল উপর মাউস এর বাম বাটমে চেপে ড্রাগ করে যেখানে দরকার সেখানে ছেড়ে দিলেই পেষ্ট হয়ে যাবে।আবার অনেকে কোন ফোল্ডার বা যে কোন ফাইল কপি করার জন্যclip_image006 Send To > অপসন ব্যবহার করেন ।
এই কপি করা যে যার মতই করি না কেন আমরা একটু কষ্ট করে context menu তেclip_image008copy to folder… এবং move to folder…এড করলে আরও সহজ ভাবে কপি,মোব করতে পারি কারন আমরা কপি করার সময় শুধু কপি করি না তার সাথে নতুন ফোল্ডার তৈরী করা দরকার হয় আর এমাধ্যমে নতুন ফোল্ডার তৈরী করা যায় আবার Standar Bottons এর Copy to & Move to তে এ আপসন আছে ।
এখন আমরা দেখবো কিভাবে Standar Bottons এ কিভাবে copy to & move to এড করা যায় ।
প্রথমে Standar Bottons এর খালি যায় জায়গায় মাউস এর রাইট বাটমে ক্লিক করেclip_image009 এ ক্লিক করুন অথবা view মেনু থেকেToolbers>Customize..clip_image010ক্লিক
করুন, clip_image012এখন বাম দিক available toolbar buttons: থেকেclip_image014&clip_image016বটমটি সিলেক্ট করে Add> তে করুন এবার কাস্টমাইজ টুলবার টি close করুন।ব্যস এবার দেখুন clip_image018টুলবার এ copy to & move to চলে আসছে ।
Context Menu Options :
Context Menu Options এ Copy To Folder & Move To Folder এড করতে হয়
প্রথমে Start মেনু থেকে Run যান regedit টাইপ করে Ok দিন (Windows Key +R চাপলেই উইনডো চলে আসবে)এবার Registry Editor উইনডো টি আসবে, বাম দিকে HKEY_CLASSES_ROOTclip_image019 চিহ্নে ক্লিক করে বা মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image021 করুন,এখন Hkey_classer_root এর নিচে AllFilesystemObjects থেকে clip_image021[1] আবার shellexclip_image021[2]এ থেকে আবার ContextMenuHandlers clip_image021[3] এখন clip_image022 সিলেক্ট করে মাউস এর রাইট বাটমে ক্লিক করে clip_image023new>Key তে ক্লিক করেন New Key #1 এর জায়গায় নাম দিন Copy To আর ডান দিকে clip_image025 (Default) ডাবল ক্লিক করেValue data: তে এই নিচের লেখাটা পেষ্ট করে Ok দিন
{C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13}
clip_image027
এখন দেখুন clip_image029 Context Menu Optionsএ copy to folder..চলে আসছে এভাবে আপনি চাইলে Move to folder..ও এড করতে পারবেন ।
Move to folder.. এড করার জন্য আবার clip_image023[1] থেকে এর নাম দিন Move To এবং এর Value data:তে পেষ্ট করেন নিচের লেখাটি
{C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}
clip_image031
ব্যস হয়ে গেলো আপনারContext Menu তে copy to folder… & move to folder… clip_image033