উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম সেটাপ দেয়ার অনেক সময় সিডি মিসিং করলে বা পুর্বের উইন্ডোজ এক্সপি ফরম্যাট না দিযে সেটাপ দিলে বা যে কোন কারনেই হোক উইন্ডোজ এক্সপি সেটাপ করে চালু হওয়ার পর দেখা যায় বুটিং মেনুতে দুটি এক্সপি দেখা যাচ্চে.আমি নিজেও এ সমস্যাটিতে অনেক সময় পড়েছি তাহলে চলুন দেখা যাক কি ভাবে উইন্ডোজ এক্সপির বুটিং মেনু থেকে মাল্ট্রিপুল এক্সপি রিমোভ করা যায় ।
বুটিং অপশনটি মুলত যে ড্রাইবে অপারেটিং সিস্টেম সেটাপ থাকে সে ড্রাইবে boot.ini নামে লুকায়িত থাকে এই ini ফাইলটি এডিট করলে উইন্ডোজএর মাল্ট্রিপুল এক্সপি ডিলিট করা যাবে ।
এ কাজটি করার জন্য প্রথমে উইন্ডোজ চালৃ করুন..
এখন My Computer এর Properties ক্লিক করুন system Properties এর
Adveanced ট্যাব এ থেকে Startup and Recovery এর Settings এ ক্লিক করলে Startup and Recovery উইন্ডোটি আসবে
এবার Edit ক্লিক করলে boot.ini ফাইলটি Notepad অপেন হবে
এখন দেখুন boot.ini ফাইলটিতে উইন্ডোজ এক্সপি বুট করার সময় যে উইন্ডোজ দুটি দেখায় তার নাম দেখাচ্চে.boot.ini লেখাটিতে দুইটি সারি আছে.প্রথম সারিতে যে লেখাটি আছে সেটি হচ্চে আপনার প্রথম এক্সপি এবং ২য় সারিতে ২য় এক্সপি
এখন আপনি যে এক্সপি রিমোভ করতে চান boot.ini তে যে দুটি লাইন থাকে সেখান থেকে যেটি রিমোভ করতে চান সেই লাইনটি মুছে save দিন(Ctrl+S)সেভ করে পিসি রিইস্ট্রাট করুন.নিচের ছবিটি দেখুন
মনে রাখবেন ফাইলটি এডিট করার পুর্বে কপি করে ব্যাকাপ রাখলে ভাল হয় কারন লাইন মুছতে কোন ভুল হলে আপনার মেইন এক্সপিটি আর পাবেন না এজন্য ব্যাকাপ রাখলে ভাল হয়.
উইন্ডোজএর মাল্ট্রিপুল এক্সপি ডিলিট বিভিন্ন ভাবে করা যায়.Start-Run এ msconfig লিখে ok করুন syetem Configuration utility উইন্ডো থেকে "BOOT.INI" ট্যাবে কন্টেন্ট থেকে যেটি রাখতে চান সেটা রেখে অন্যটি ডিলিট করে দিন.অথবা Command Prompt থেকে bootcfg /?টাইপ করে বুট মেনু থেকে ইচ্চে মত যেকোন একটা ডিলেট করতে পারেন,অথবা উপরের পদ্দতি মত ডিলিট করতে পারেন.
[বি:দ্র:এই পদ্দতি শুধু মাএ উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের জন্য ]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment