Friday, December 31, 2010

Device Manager কে Shortcut রাখার সহজ উপায় !!!

m004 copy Microsoft windows xp এর Management console টি হচ্চে windows এর একটি গুরুতপৃর্ণ অংশ,আর এই Microsoft Management console এ Device manager  খুব দরকারী একটি অপশন ,যে কোন হার্ডওয়ার সেটিংস ড্রাইবার আপডেট করার জন্য এটি আমাদের সবসময় দরকার পড়ে তাই এই অপশনটি সর্টকাট রাখার ছোট্র একটি পোষ্ট লিখলাম হয়তবা কারো কাজে আসতে পারে ।
প্রথমে ডেস্কটপ এ খালি জায়গায় মাউস এর রাইট বাটমে ক্লিক করে New>Shortcut এ ক্লিক করে ব্রাউজ মেনুতে ক্লিক করে C:\Windows\System32\ থেকে devmgmt.msc এই ফাইটি সিলেক্ট করলেই ডেস্কটপ এ সর্টকাট চলে আসবে ।
অথবা ব্রাউজ মেনুতে  ক্লিক না করে করে এড্রেস বারে devmgmt.msc এলিখে Next> Finish এ  ক্লিক করে দেখুন ডেস্কটপ সর্টকাট চলে আসছে ।
নিচের ছবিগুলো দেখুন :-

m01 copy 
m006 copy
m03 copy 


m005
Mhmurad.blogspot.com

Sunday, October 31, 2010

ডাউনলোড করুন object dock এর নতুন ভার্সন !!

objectdockfsdf copyObject dock হচ্চে Windows xp তে ব্যবহ্নতএকটি ফ্রি এপ্লিকেশন ।নতুন রুপে আরো সুন্দর ইন্টাফেস এর এই object dock ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
নতুন এই object dock যা আছে :

  • New Skins/Themes on ObjectDock



  • Automatically imports your quick launch and pinned taskbar items for easy access.



  • Special Effects - Now you can choose from a variety of “mouse-over” effects including; magnify, swing, glow or bubble.



  • New Weather docklet with glance of 5-day outlook StarDock ObjectDock Links আরো কিছু ডাউন লোড লিংক :



  • Main Site Download Link



  • Themes Skin Download


  • objectdockfsdf copy02

    Friday, September 3, 2010

    লিনাক্স Backtrack4 এ সিটিসেল মোডেম ZTE AC2726 সেটাপ করবেন যে ভাবে !!(২য় পদ্ধতি )

    লিনাক্স Backtrack4 এ সিটিসেল মোডেম ZTE AC2726 সেটাপের এটি একটি ধারাবাহিক পোষ্ট আগের পোষ্টি দেখতে এখানে ক্লিক করুন ।
    আমি এখানে দ্বিতীয় পদ্বতি দেখাবো এটি হচ্চে মেনুয়াল পদ্বতি অথাৎ পিসি স্যুট সফটওয়ার ছাড়া ,Dual Storage Modem কে মেনুয়ালি Media Storage থেকে Modem Storage দেখিয়ে ইন্টানেট কানেক্ট করতে হবে,এ জন্য আপনাকে যা যা করতে হবে -
    প্রথমে সিটিলের মডেমটি কম্পিউটারের USB পোর্টএর সাথে কানেক্ট করুন.
    BT012
    কানেক্ট করার পর দেখুন Media Storage এতে ক্লিক করে দেখুন Removable Disk হিসাবে Zoom USB MODEM দেখাচ্চে এবং   Terminal এ lsusb টাইপ করে এন্টার চাপুন দেখুন(নিচেন ছবিটি দেখুন) BUS 004 Device 002:ID 19d2:fff5 ONDA Communication S.p.A. নামে একটি কমান্ড লাইন আছে.
    BT0319d2 হচ্চে vendor আইডি এবং fff5 হচ্চে product আইডি এই আইডিটি বুঝাচ্চে যে এখন মডেমেটি Removable Disk/Media Storage  হিসাবে কম্পিউটারে কানেক্টেড,এখন মডেমটি দিয়ে ইন্টানেট কানেক্ট করতেহ হলে এই Removable Disk/Media Storage vendor আইডি এবং product আইডি থেকে Modem Storage এর vendor আইডি =19d2 এবং product আইডি = fff51 টি দেখাতে হবে,Media Storage  আইডি থেকে Modem Storage সো করতে হলে usb-modeswitch_1.0.2-1_i386.deb নামে একটি সফটওয়ার সেটাপ দিতে হবে ।
    এখান থেকে usb-modeswitch_1.0.2-1_i386.deb টি ডাউনলোড করে সেটাপ করে নিন এবং সফটওয়ারটি সেটাপ দেওয়ার জন্য নিচের পদ্বতিটি দেখুন,
    এখন usb-modeswitch_1.0.2-1_i386.deb ফাইলটি Root Folder এর tmp এ ফোল্ডার এ রাখুন,
    bt04
    Shell Konsole অথাৎ Terminal অপেন করে
    cd /tmp
    cd টাইপ করে এসপেস দিয়ে/tmp লিখে এন্টার এ ক্লিক করুন
    sudo dpkg –i usb-modeswitch_1.0.2-1_i386.deb
    এবার নিচের সারিতে sudo লিখে এসপেস dpkg লিখে এসপেস –i লিখে এসপেস দিয়ে .deb ফাইল এর নাম লিখে এন্টার চাপুন একটু অপেক্ষা করুন
    bt06
    উপরের ছবিটি দেখুন,সেটাপ সমপৃর্ণ হয়ে গেলে উপিরের ছবির মত দেখাবে এবার কম্পিউটার রিইষ্ট্রাট করুন ।
    এখন মডেমটি কম্পিউটারের USB পোর্টএ কানেক্ট করুন নতুন Shell konsole অপেন করে টাইপ করুন lsusb, দেখুন vendor আইডি =19d2 এবং product আইডি = fff51দেখাচ্চে ।
    bt07অর্থাৎ এখন আপনার মডেমটি Modem Storage এ কম্পিউটারে কানেক্টেড এবার মেনুয়ালি কিছু সেটিংস করতে হবে,
    Shell konsole অপেন করে টাইপ করুন
    BT0780
    modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1
    Sudo wvdialconf
    modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1 লিখে এন্টার দিয়ে আবার নিচের সারিতে লিখুন sudo wvdialconf এবার এন্টার দিয়ে একটু অপেক্ষা করুন
    BT010
    প্র্রসেস সমপৃর্ণ হয়ে গেলে উপিরের ছবির মত দেখাবে এবার Shell konsole অপেন করে টাইপ করুন kate /etc/wvdial.conf
    kate /etc/wvdial.conf
    kate লিখে এসপেস /etc/wvdial.conf লিখে এন্টার চাপুন,wvdial.conf ফাইলটি kate viewer দিয়ে অপেন হবে
    bb01
    এখন নিচের লেখাগুলো wvdial.conf ফাইলএ টাইপ করুন.
    [Dialer Defaults]
    Init1 = ATZ
    Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
    Modem Type = Analog Modem
    Baud = 460800
    New PPPD = 1
    Modem = /dev/ttyUSB0
    ISDN = 0
    Phone = #777
    Password = waps
    Username = waps
    Stupid Mode = 1
    Tonline = 0

    bbb02f01
    সিটিসেলর রিম হলে উপরের লেখা কমান্ডনুসারে wvdial.conf ফাইলটি সেভ করতে হবে ।
    এবার আপনাকে usb_modeswitch.conf ফাইলটি এডিট করতে হবে এটি এডিট করার জন্য Shell konsole অপেন করে টাইপ করুন kate এসপেস দিয়ে /etc/usb_modeswitch.conf
    snapshot22dasd02
    kate /etc/usb_modeswitch.conf
    kate viewer দিয়ে usb_modeswitch.conf ফাইলটি অপেন হবে বাম দিকে Scroll bar Elevator নিচে নামালে
    # ZTE AC2726 (EVDO),
    #
    # Contributor: Wasim Baig
    ;DefaultVendor=  0x19d2
    ;DefaultProduct= 0xfff5
    ;TargetVendor=   0x19d2
    ;TargetProduct=  0xffff
    ;MessageContent="5553424312345678c00000008000069f010000000000000000000000000000"
    # Just for information: try it with the message from the AC8710 …
    এরকম একটি কমান্ড লিষ্ট পাবেন এখানে কিছু কমান্ড এডিট করতে হবে নিচের ছবি টি দেখুন
    bbt01102
    #ZTE AC2726 (EVDO)
    # Contributor: Wasim Baig
    DefaultVendor=  0x19d2
    DefaultProduct= 0xfff5
    TargetVendor=   0x19d2
    TargetProduct=  0xfff1
    MessageContent="5553424312345678c00000008000069f010000000000000000000000000000"
    #Just for information: try it with the message from the AC8710 …
    উপরের কমান্ড অনুযায়ী ZTE AC2726 দিবেন এবং DefaultVendor/Product,TargetVendor/Product এর সামনে থেকে ;এই চিহ্ন মুছে দিবেন টিক উপরের ছক বা ছবির মত হবে কমান্ডগুলো দিয়ে সেভ করে কম্পিউটারি রিইষ্ট্রাট করুন  ।এখন ইন্টারনেট কানেক্ট করবেন প্রথমে মডেমটি কম্পিউটারে কানেক্ট করুন এবার নতুন Shell konsole অপেন করে প্র্রথমে এই কমান্ড modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1  লাইনটি লিখে এন্টার দিন পরের লাইনে sudo wvdial লিখে এন্টার দিলেই ইন্টানেট কানেক্ট হয়ে যাবে
    wvdial
    connected Shell konsole বা Terminal এ sudo wvdial লিখে এন্টার দিলেই ইন্টানেট কানেক্ট হয়ে যাবে কিন্তু Linux backtrack4 এ প্রথমে  modprobe usbserial vendor=0x19d2 product=0xfff1 এই এবং পরে sudo wvdial লিখতে হবে তবেই ইন্টানেট কনেক্ট হবে ।
    connnec01
    ইন্টানেট ডিসকানেক্ট দিতে হলে Connected Shell konsoleটি অপেন করে Ctrl+c ক্লিক করলে Disconnect হয়ে যাবে ।
    বি:দ্র: আমি এখানে Linux backtrack4 এই সফটওয়ারটি সেটাপ দেখিয়েছি আশাকরি লিনাক্সর অন্যন ডিস্টিবিউশনও এটি কাজ করতে পারে তাই আপনি যে ডিস্টিবিউশন ব্যবহার করুন না কেন সেটাপকূত সমস্যা হলে অবশ্যই এখানে মন্তব্য করবেন আর ছবি সহএই পোষ্টি অনেক বড় হয়ে গেছে তাই এখান থেকে এই পোষ্টির PDF ভার্সন ডাউনলোড  করুন আর অবশ্যই সমস্যা হলে মন্তব্য করতে ভুলবেন না,আপনাকে অনেক অনেক ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য ।

    Sunday, August 29, 2010

    সফট ড্রিংকস বা কোমল পানীয়ের প্রতিটি চুমুকে চুমুকে শরীরের অন্তর্গত শক্তিকে ক্ষয় ও কিডনি বিনাশে সহায়তা করে যা শুধু ''খাইলেই বুঝবেন'' !!!

    ‘‘খাইলেই বুঝবেন’’! কথাটি শুনে কি বুঝলেন, এর উত্তরত খুবই সোজা,যে এই জিনিসটা খেলেই বুঝবেন বা এটা খেলে কি হয় খাওয়ার পর তা বুঝতে পারবেন ,রীতিমতো আপত্তিকর ভাষায় নির্মিত এসব এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপন আমাদের আকৃষ্ট করছে তাতে কোন সন্দেহ নেই,কিন্তু এই এনার্জি ড্রিংকস  খাওয়ার আগে কি একটু ভাবুন. যে বলছে খাইলেই বুঝবেন সে আসলে আপনাকে পান করার জিনিস আপনাকে খাওযাচ্চে আর আপনি দেদারসে পান করেই যাচ্চেন এনার্জি ড্রিংকস নামে তথাকথিত শক্তি ড্রিংকস ,এই এনার্জি ড্রিংকসই হচ্চে নেশার বরশির প্রথম টেপ যা আমি আপনি অনায়াশে পান করে যাচ্চি আর উন্মুক্ত করছি মাদকাসক্তির কালো দরজাকে ।
    তাই আসুন পান করার আগে একটু জেনে শুনে বুঝে নেই কোমল পানীয়ের প্রতিটি চুমুক আমাদের শরীরের অন্তর্গত শক্তিত ক্ষয় এবং কিডনি বিনাশে কতটুকু ভুমিকা রাখে ।

    সফট এবং এনার্জি ড্রিংকসে কিছু চিরন্তন সত্য কথা তুলে ধরবো যা আমাদের অনেকেরই অজানা ,টেলিভিশনের পর্দায় এবং রেডিও তে প্র্রিয় তারকাদের আর্কষণীয় বিজ্ঞাপন দেখে আমরা অনেকেই সফট এবং এনার্জি ড্রিংকস এর উপর আসক্ত হয়ে পড়ি,মনোযোগ বিগ্নকারী রীতিমতো আপত্তি কর ভাষার এই সব বিজ্ঞাপন সবাই কে আকৃষ্ট করে তাইত সুযোগ পেলেই অনেকে এক বোতল সাবার করতে দেরি করেন না,মজার বিষয় হচ্চে সিগারেটর এর মত এর গায়ে যেমন লিখা থাকে“ধুমপান মূত ঘটায়” কিন্তু মজার ব্যপার হচ্চে সফট এবং এনার্জি ড্রিংকসে কিন্তু এর বিপরীত কথা লেখ থাকে এতে লোভনীয় কিছু কথা লিখা থাকে- খাইলেই বুঝবেন,recharge Yourself,rithmy of life,freedom of choice,Royal Crown cola,এরকম আরো অনেক কথা এবং উপাদান লেখা থাকে,ধুমপান এর মত এটিও কিন্তু নেশা বা মাদকাসক্ত করে ।আমি এখানে যে বিষয়টি তুলে ধুরতে চাই সেটা হচ্চে এই সফট এবং এনার্জি ড্রিংকসে যে উপাদানগুলো দেওয়া হয় তা আপনার দেহের ক্ষেত্রে কতটা ক্ষতি কারক সেই বিষয়টি ইস্পষ্ট ভাষায় তুলে ধরা এর উপাদানগুলো সম্পর্কে ধারনা দেওয়া ।
    কী কী উপাদানগুলো আছে এনার্জি ড্রিংকসে ?
    সফট এবং এনার্জি ড্রিংকসে অনেক গুলো ক্ষতিকর উপাদান তার মধ্য অন্যতম হচ্চে ক্যাফেইন ,অতি মাত্রার ক্যাফেইন মৃগীরোগ সুষ্টিতে প্রধান ভুমিকা রাখে ।একজন পুর্লবয়স্ক পুরুষের জন্য ৪০০ মিলিগ্রাম ও নারীর জন্যে ৩০০ মিলিগ্রাম ক্যাফেইন যথেষ্ট,অখচ একটি এনার্জি ড্রিংকসে ৩৬০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে ,এজন্য ত্রুমাগত  উচ্চমাত্রার ক্যাফেইন গ্রহনের ফলে অনিদ্রা,মাথাব্যথা,বদমেজাজ,উদ্বেগ-উৎকন্ঠা,পেশিরটান,নার্ভাসনেস এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে ।
    নেশাকুর এবং মাদকাসক্ত লোকদের সকচেয়ে ক্ষতিকারক দিক হল সন্তানধারনে জটিলতা ঠিক তেমনি এনার্জি ড্রিংকসে আসক্ত লোকদের  ক্ষতিকারক দিক হল সন্তানধারনে জটিলতা ,যে সব নারী পুরূষ এনার্জি ড্রিংকসে অভস্ত্য তাদের সন্তান জন্মদানে ক্ষমতা হ্রাস পায় এবং গর্ভপাতে ঝুকি বাড়ে এ ছাড়াও দুর্বল শিশু বা সময়ের আগেই বাচ্চা হয়ে যাওয়া এমন প্রবনতাও দেখা দিতে পারে ।
    যে সব কারনে সফট এবং এনার্জি ড্রিংকস পান করবেন না :-
    এই সব ক্ষতিকর ও মাদকসক্ত দ্র্রব্য না খাওয়ার অনেকগুলো কারন আছে অথচ না খাওয়ার পেচনে ক্ষতিকর একটি কারনই যথেষ্ট ।
    প্রথম কারন আপনি ডায়াবেটিস রোগী রতে চান না
    এনার্জি ড্রিংকসে চিনি মাত্রা বেশি থাকে এজন্য চিনি এবং ওজনের ভুমিকার কারনে ডায়াবেটিসের ঝুকি বেড়ে যায়,যারা সফট ড্রিংকস বেশি খান তাদের টাইপ টু ডায়াবেটিসের ঝুকি সাধারণের তুলনায় দুই গুন বেশি ।
    এনার্জি সফট  ড্রিংকস সাধারণত কালার করা থাকে ক্যারামেলের রং আনার জন্য এই সব ড্রিংসে পলি-ইথিলিন গ্লাইকোল নামে রাসায়নিক উপাধান ব্যবহার করা হয় এবং এসপার্টেম নামে আর একটি কেমিকেল ব্যবহার করা হয় যা দেহের উপর এই উপাদানটির ৯২ ধরনের ক্ষতিকর প্রভাব এর মধ্যে রয়েছে ডায়াবেটিস ,মৃগী,মানসিক ভারসাম্যহীনতা,বন্দ্যাত্ব,ব্রেন টিউমার এবং ক্যান্সার ।
    দ্বিতীয় কারন আপনি আসক্ত ও বদহজমে ভুগতে চান না
    প্রতিটি ড্রিংকসে ক্যাফেইন থাকে কারন ড্রিংকস কোম্পানিগুলোর দাবি  ক্যাফেইনের তেতো স্বাদ অন্যান ফ্লেভার কে বাড়িয়ে দেয় কিন্তূ গভেশনায় দেখা গেছে ক্যাফেইন খেলে আসক্তি সৃষ্টি করে একবার যখন খাইবেন খাইলেই বুঝবেন এই ক্যাফেইন সাময়িকভাবে আপনার দেহের রক্ত চলাচল বাড়িয়ে আপনার মুডকে চাঙ্গা করে তুলবে আর এতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি তখন শুধু এটাই চাইবেন ,আমার অনেকে বিয়ের দাওয়াতে বা রিচফুড খাওয়ার পর সফট ড্রিংকস খাই এজন্য যে খাবারটা হযম হওয়ার জন্য অথচ হজমে তো সাহায্য  করেই না বরং উল্টো তাতে পচন ধরায় তাছাড়া এসিডিক হওয়ার করনে পাকস্হলীর সংবেদনশীল এলকালাইন ভারসম্য নষ্ট করে পেটে ব্যাথা ফুলে যাওয়া,বদহজম,গ্যাস,টক ঢেকুর ইত্যাদি সমস্যা সৃষ্টি করে ।
    তৃতীয় কারন আপনি আপনার হাড় ভঙ্গুর ও দাত হলুদ করতে চান
    এই সব সফট এনার্জি ড্রিংকসের ঝাঁঝালো স্বাদ বাড়ানোর জন্য্ ফসফরিক এসিড ব্যবহার করা হয় আর এই ফসফরিক এসিড কাজ হলো হাড়ের ক্যালসিয়াম ক্ষয় করা এ এসিড এত শক্তিশালী যে,একটা নখ এর মধ্যে ডুবিয়ে রাখলে ৪ দিন পর আর এই নখ খুজে পাবেন না এবং আপনার দাঁতগুলোকে স্হায়ীভাবে হলুদ করতে চাইলে এক ঢোক এনার্জি ড্রিংকস নিয়ে ১ যন্টা ধরে রেখে দিন,এনামেল ক্ষয়ে দাঁতগুলো হলুদ হয়ে যাবে ।
    চতুর্থ কারন আপনি শ্বাস কষ্টে ভুগতে চান না এবং কীটনাশক খেত চান না
    সফট ড্রিংকসের ক্ষতিকারক প্রভাব প্রথমেই পড়ে গলা বা শ্বাসতন্ত্র,নাক ও গলার শুরুর দিকের অংশে থাকে অসংখ্য সিলিয়া, শ্বাস-প্রশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত যে ধুলিকণা,ব্যাকটেরিয়া,ভাইরাস গ্রহন করি এই সিলিয়াগুলো সেগুলোকে শরীরের ভেতর ঢুকতে বাধা দেয় আর সফট ড্রিংকস খেলে এসব সিলিয়াগুলো নিষ্কি হয়ে পড়ে ফলে শুরু হয় টনশিলাইটিস,ফেরিংজাইটিস,ল্যারিংজাইটিস,ব্রংকাইটিস বা নিউমোনিয়ার মত শ্বাসজনিত রোগ ।২০০৮ সালে ভারতের অন্ধ্র প্রদেশ ও ছত্তিসগড় রাজ্যের কৃষকরা সফট ড্রিংকস কোকাকোলা কেতুলা চাষে  কীটনাশক হিসাবে ব্যবহার করে এতে পোকা মরে যায় ।
    পঞ্চম কারন আপনি অকালে চেহারায় বয়সের চাপ দিতে চান না এবং আপনি হারাম খাবেন না
    সফট ড্রিংকসের উপাদান মানব দেহের জন্য  নিঃদেহে ক্ষতি কারক প্রভাব ফেলে ৪ বছর ধরে ৫০ বছর বয়স্ক নাবী ও পুরুষদের ওপর গবেষনায় দেখা গেছে তাদের দেহে মেটাবলিক সিনড্রোম  বেড়ে গেছে মেটাবলিক সিনড্রোম বাড়লে ডায়াবেটিস,হৃদরোগ ঝুঁকিবাড়ায় তেমনি অকালে বুড়িয় যায় দেহ ।
    কোকা কোলার ওপর দীর্ঘ গবেষনার পর মার্ক পেন্ডারগ্রাস্ট তার লেখা ‘দ্য ডেফিনিটিভ হিষ্ট্রি অফ দ্য গ্রট আমেরিকান সফট ড্রিংক এন্ড দ্য কম্পানি দ্যাট মেকস ইট’ এই বইতে শতাব্দীর গোপন রাখা কোকা কোকালার ফরমুলা প্রকাশ করেন আর এই ফরমুলার একটি উপাদান হল এলকোহল ।এলকোহল জাতীয় এসব  সফট ড্রিংকস আপনি পান করছেন একবার কি ভেবেছেন আপনি কি পান করছেন ।

    সফট ড্রিংকস বা যে কোন কিছু খাবার আগে দয়া করে  একটু ভাবুন
    আপনি কি আপনার ধর্ম বিশ্বাস ও রুচিশীল স্বাস্ত্যসম্মত খাবার খাচ্চেন না কি মনোযোগ বিগ্নকারী রীতিমতো ভাষার আপত্তিকর ভাষার আকৃষ্ট হয়ে তাসমিক খাবার খাচ্চেন খাইলেই বুঝবেন বুঝার জন্য খাচ্চনে নাকি বাঁচার জন্য খাচ্চেন,সফট ড্রিংকস বা কোমল পানীয়ের প্রতিটি চুমুকে চুমুকে আপনার শরীরের অন্তর্গত শক্তিকে ক্ষয় ও কিডনি বিনাশে সহায়তা করে তাই সফট ড্রিংকস বা কোমল পানীয় থেকে আপনি নিজে ও পরিবারকে এবং অন্য কে পরিবেশন থেকে  বিরত থাকুন ।সুস্হ জীবনদৃষ্টি ,স্বাস্হ্যসম্মত পরিমিত আহার আপনার জীবনকে সুন্দর ও সাফল্য করে  তুলোক এই কামনায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
                                                                                                  [কোয়ান্টাম  মেথড ৩০০ তম কোর্সপূর্তি স্মারক কোয়ান্টাম উচ্ছ্বাস]

    Sunday, July 18, 2010

    ডাউনলোড করুন নতুন রুপের অপেন সোর্স সফটওয়ার VLC Media Player v 1.1.0

     ফ্রি সফটওয়ার ও ওপেন সোর্স সফটওয়ার বরাবরই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়ে থাকে,তাইত জনপ্রিয় ও বহুল ব্যবহ্নত ওপেন সোর্স মাল্টিমিডিয়া সফটওয়ার VLC Media player ভার্সন v 1.1.0 এ অনেক গুলো ফিচার নিয়ে উর্তিন হল ।
    VLC Media player নতুন এই ভার্সনে আপনি অনেক গুলো সুবিদা পাবেন,প্রায় সব ধরনের ফাইল চলার অঙ্গিকার নিয়ে VLC Media player আগমন তাই এতে পাবেন নতুন Extensions এবং নতুন add-ons ও script framework এ জন্য VLC Media player কে আপনি আপনার নিজের মত করে সাজিয়ে নিতে পারেন,এতে আরো থাকছে.
    Web improvements :
    * Support for WebM decoding and encoding
    * Improved web plugins
    * Better streaming capabilities

    Better Audio experience:
    * Integrated playlist in the Qt4 interface
    * Multiple views (like album art) in the playlist in the Qt4 interface
    * Support for AMR-NB, Mpeg-4 ALS, Vorbis 6.1/7.1, FLAC 6.1/7.1 and WMAS
    * CDDB and CD-Text works now on the Windows port when listening to CD-Audio
    * Support for DVD-Audio files (.aob)
    * Improved meta-data and album-art support

    Faster, Lighter:
    * Faster decoding, with up to 40% speed-ups, in HD resolutions
    * First part of the Video Output core rewrite
    * Removal or rewrite of dozens of modules, code simplification and tens of thousands of lines of code removed
    * Some functionalities that are less used are now moved to extensions
    * More assembly optimizatinons, especially SSSE3/SSE4 and ARM Neon
    * Fewer threads used

    Better for developers:
    * Simplified and improved libVLC, removal of exceptions for better C integration
    * New phonon-backend for Qt applications, on all platforms
    * New C++ bindings

    Ready for HD:
    * GPU decoding on Windows Vista and 7, using DxVA2 for H.264, VC-1 and MPEG-2
    * GPU decoding on GNU/Linux, using VAAPI for H.264, VC-1 and MPEG-2
    * DSP decoding using Open Max IL, for compatible embedded devices
    * Improved support for MKV HD, including seeking fixes, and 7.1 channels codecs
    * Support for new codecs, like Blu-Ray subtitles, MPEG-4 lossless and VP8

    সব চেছে মজার বিষয় হচ্চে এই VLC Media player টি আপনি সোর্স কোড সহ Windows, Linux and Mac এর জন্য ডাউনলোড এবং ব্যবহার  করতে পারবেন তাই দেরি না করে এখনি ডাউনলোড করুন ।
    VLC Media player v 1.1.0 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

    Friday, July 9, 2010

    Picture Collections

    This Picture is captured by Rahmat ali.
    This Picture is captured by Rahmat ali 01The photography is captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008 2:19PM
    This Picture is captured by Rahmat ali 02Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 03 Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 04 Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 05 Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 06 Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 07 Captured by Rahmat ali
    Camera Model:Nokia 6630
    Date picture Taken: 5/29/2008
    This Picture is captured by Rahmat ali 08
    This photography is captured by Rahmat ali

    Friday, June 25, 2010

    লিনাক্স Backtrack4 এ সিটিসেল মোডেম ZTE AC2726 সেটাপ করবেন যে ভাবে !!!(১ম পদ্ধতি)

    আমার ব্লগে লিনাক্স বিষয়ে এই প্রথম পোষ্ট আশাকরি আমার মত যে কেহ সিটিসেল মডেম নিয়ে লিনাক্স এর মুখমুখি হলে এই পোষ্টি কাজে লাগতে পারে,আমি এখানে দেখাবো Linux backtrack4 এ কিভাবে Citycell ZTE AC2726 Zoom Ultra USB Modem সেটাপ দিতে হয় ,এটি একটি ধারাবাহিক পোষ্ট এর ২য় পোষ্ট পেতে এখানে ক্লিক করুন ।

    এখানে দুইটি পদ্ধতিতে দেখাবো প্রথমটি হচ্চে সফটওয়ারএর মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্চে মেনুয়ালি সেটাপ করে যেহেতু সিটিসেল মডেমটি Dual Storage Modem ,এই মডেমটি প্রথম হচ্চে Removable Disk/Media Storage এবং ২য়টি Modem Storage,এজন্য ২য় পদ্ধতি সফটওয়ার ছাড়া Linux এর Sell Konsole এর মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে দেখাবো,Linux backtrack4  এ প্রথম পদ্ধতির চেয়ে দ্বিতীয় পদ্ধতি মেনুয়ালি সেটাপ করে ইন্টারনেট কানক্টে করলে ভাল কাজ করে ।
    তাহলে চলুন শুরু করা যাক প্রথম পদ্দতি :
    নিচের ছবিটি দেখুন এটি হচ্চে সিটিসেল ZTE AC2726 Zoom Ultra USb Modem 





     এই মডেমটি  Windows Xp,Vista এবং MAC OS এটি সাপোর্ট পাবেন ।
    2010-06-23_235935সিটিসেল এই মডেম টি লিনাক্স অপারেটিং সিস্টেম জন্য পিসি স্যুট নাই,প্রখমেই আমি নিজেও অনেক হতাশহই যে আমারLinux backtrack4 এটাকি সাপোর্ট করবে যাই হোক Usb_modeswitch দিয়ে মেনুয়ালি ইন্টারনেট করলাম,কয়েকদিন পর লিনাক্স এর জন্য পিসি স্যুট খুজতে খুজতে পেয়ে গেলাম এই ZTE মেডেমের নিজস্য সাইট এ লিনাক্স এর জন্য Windows এর মত একিই ইন্টারফেসের একটি সফটওয়ার,ইন্ডিয়ান BSNL কম্পানির এই সফটওয়ারটি  ব্যবহার করে দেখুন এর পিসি স্যুটটি Linux backtrack4 সাপোর্ট করে ।
    সফটওয়ারটি ইনষ্টলর এ জন্য প্রথমে নিচের লিংক থেকে পিসি স্যুটি সফটওয়ারটি ডাউনলোড করুন ।
    http://www.ztemt.com.cn/ennewzte/uploadimages/1257081294661.zip
    জিপ ফাইলিটি ডাউনলোড করার পর এটি Extract করলে তিনটি প্যাকেজ পাবেন
    .CrossPlatformUI-V1.0.27-BSNL-i386-ubuntu.deb
    ২.CrossPlatformUI-V1.0.27-BSNL-i586-fedora10.rpm
    ৩.CrossPlatformUI-V1.0.27-BSNL-i586-openSUSE103.rpm
    লিনাক্স backtrack4 এর জন্য CrossPlatformUI-V1.0.27-BSNL-i386-ubuntu.deb এই ফাইলটি সেটাপ করবো ,
    প্রথমে সিটিলের মডেমটি কম্পিউটারের USB পোর্টএর সাথে কানেক্ট করুন,
    c012
    কানেক্ট করার পর দেখুন Media Storage এতে ক্লিক করে দেখুন Removable Disk হিসাবে Zoom USB MODEM দেখাচ্চে অথবা Terminal এ lsusb টাইপ করে দেখুন.
    003 Device 002:ID 19d2:fff5 ONDA Communication S.p.A.
    2010-06-18_044354002 copy03
    এখানে 19d2 হচ্চে vendor আইডি এবং fff5 হচ্চে product আইডি এই আইডিটি বুঝাচ্চে যে এখন মডেমেটি Removable Disk হিসাবে কম্পিউটারে কানেক্টেড ।
    এখন CrossPlatformUI-V1.0.27-BSNL-i386-ubuntu.deb ফাইটি Root Folder এর tmp এ ফোল্ডার এ রাখুন আপনি যে কোন ফোল্ডারএ রেখেও সেটাপ দিতে পারেন আমি এখানে বুঝার সুবিধার্তে tmp ফোল্ডার রেখেছি ,
    2010-06-18_044641 copy02
    Sell Konsole অথাৎ Terminal অপেন করে টাইপ করুন cd /tmp
    এন্টার এ ক্লিক করুন ,
    cd /tmp
    2010-06-18_044743 copy02 cd লিখে এসপেস দিয়ে /tmp বা আপনি যে ফোল্ডার এ CrossPlatformUI-V1.0.27-BSNL-i386-ubuntu.deb ফাইটি রেখেছেন তার নাম,
    2010-06-18_044805 copy02
    cd /tmp লিখে এই ফোল্ডার এ প্রবেশ করার পর টাইপ করুন
       sudo dpkg –i CrossPlatformUI-V1.0.27-BSNL-i386-ubuntu.deb
    উপরের ছবিটি দেখুন sudo লিখে এসপেস dpkg লিখে এসপেস –i লিখে এসপেম দিয়ে .deb ফাইল এর নাম লিখে এন্টার চাপুন একটু অপেক্ষা করুন
    2010-06-18_044920 copy02
    সেটাপ সমপৃর্ণ হয়ে গেলে উপিরের ছবির মত দেখাবে এবার কম্পিউটারটি রিইষ্ট্রাট করুন ।
    মডেমটি কম্পিউটারের USB পোর্টএ কানেক্ট করুন নতুন konsole অপেন করে টাইপ করুন lsusb
    2010-06-18_045100 copy02
    এখন দেখুন vendor আইডি =19d2 এবং product আইডি = fff51দেখাচ্চে ,
    Bus 004 Device 004:ID 19d2:fff1 ONDA Communication S.p.A.
    অর্থাৎ আপনার মডেমটি Modem Storage এ কম্পিউটারে কানেক্টেড,
    এখন মেনুবার এর Internet ক্যাটাগরিতে থেকে
    snapshot702ZTEMT UI সফটওয়ারটি অপেন করুন,
    2010-06-18_045234
    সফটওয়ারটি অপেন করে কানেক্ট এ ক্লিক করলে কানেক্ট হবে না কারন যেহেতু এটা BSNL এর জন্য তৈরি তাই সিটিসেল এর কিছু সেটিংস দিতে হবে ।
    2010-06-18_045421 এবার Settings আইকনে ক্লিক করে
    Phone :#777
    User:Waps
    Password :waps
    টাইপ করে Apply দিন,এখন Connect আইকনে এসে Connect এ ক্লিক করে একটু অপেক্ষা করুন দেখুন কানেক্ট হয়ে যাবে ।
    snapshot3snapshot5

    বি:দ্র: আমি এখানে Linux backtrack4 এই সফটওয়ারটি ছবি সহ সেটাপ দেখিয়েছি,ছবি এই পোষ্ট অনেক বড় হয়ে গেছে এই পোষ্ট এর PDF ভার্সন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, আশাকরি লিনাক্সর অন্যন ডিস্টিবিউশনও এটি কাজ করতে পারে তাই আপনি যে ডিস্টিবিউশন ব্যবহার করুন না কেন সমস্যা হলে অবশ্যই এখানে মন্তব্য করবেন,এবং সফটওয়ার ছাড়া
    ২য় পদ্ধতি দেখতে এখানে ক্লিক করুন আর সমস্যা হলে অবশ্যই  এখানে মন্তব্য করতে ভুলবেন না,ধন্যবাদ আপনাকে।

    Monday, May 31, 2010

    কোন ধরনের সফটওয়ার ছাড়াই যে কোন Local Disk বা Removable Disk এর ব্যাকগ্রাউন্ডএ আপনার পচন্দের ছবিটি রাখুন খুবই সহজে !!

    যে কোন Local Disk বা Removable Disk এর ব্যাকগ্রাউন্ডএ আপনার পচন্দের ছবিটি রাখুন খুব সহজে কোন ধরনের সফটওয়ার ছাড়াই এজন্য আপনাকে যা যা করতে হবে তা হচ্চে প্রথমে আপনার পচন্দ মত সাদা ব্যাকগ্রাউন্ড বা যাই হোক না কেন( 814×592 pixels )একটি .JPG ছবি এবং একটি .ini ফাইল তৈরি করতে হবে. 


    2010-06-01_174736 copy
    এখন Notepad অপেন করে নিচের দেয়া কমান্ডগুলো লিখুন অথবা এখান থেকে desktop.ini ফাইলটি ডাউনলোড করুন.
    [.shellclassInfo]
    IconFile=desktop32.ico
    IconIndex=0
    ComfirmFile0p=0
    OriginalIcon=%
    [{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
    IconArea_Image=murad.jpg
    এবার Notepad এই কমান্ডগুলো লিখার পর Save as করুন desktop.ini নামে.
    এখন আপনি যে ড্রাইভএ ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখতে চান সে ড্রাইভএ এই desktop.ini ফাইলটি এবং আপনার তৈরিকৃত( 814×592 pixels ).JPG ছবিটি পেষ্ট করুন,ব্যস হয়ে যাবে আপনার ড্রাইভএর ব্যাকগ্রাউন্ড ছবি,এই পদ্ধতিতে আপনি নিজে নিজে ব্যাকগ্রাউন্ডএ ছবি তৈরি করে রাখলেন এ কাজ সফটওয়ারএর মাধ্যমে করতে চাইলে এখান থেকে USB Personalizer 5.0 সফটওয়ারটি ডাউনলোড করে রাখতে পারেনে এবংএই সফটওয়ারটি দিয়ে আপনি ড্রাইভএর আইকনও পরিবর্তন করতে পারবেন.

    (বি:দ্র: কোন ড্রাইভএ ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখতে অবশ্যই সে ড্রাইভএ desktop.ini এবং একটি JPG ফরম্যটের ছবি যার নাম থাকবে desktop.ini ফাইলের ভিতরের কমান্ডনুসারে,ড্রাইভএর ব্যাকগ্রাউন্ডএ ছবি রাখার এই পদ্ধতিটি আমি"Microsoft Windows XP Professional" পরিবর্তন করেছি এবং ছবি রাখতে সমস্যা হলে অবশ্যই এখানে মন্তব্য করবেন)

    BIOS এ USB BOOT সাপোর্ট ছাড়া কিভাবে USB থেকে BOOT করবেন !!!

    USB থেকে Boot করার প্রোয়োজন আমাদের অনেক কারনে হয়ে থাকে যেমন ধরুন মাঝে মাঝে আমাদের অনেকেই উইনডোস একসপি সেটাপ বা লিনাস চালানোর জন্য usb bootable disk তৈরী করতে হয়,কষ্ট করে usb bootable disk তৈরী করলেন এখন boot করতে গিয়ে দেখলে মাদার বোর্ড এ bios এ usb booting নেই তখন কি করবেন.আসলে এখন নতুন প্রায় সব মাদার বোর্ডই usb থেকে boot করা যায় তাই আমার মত যদি পুরাতন মাদার বোর্ড এর সম্মুখিন হন তাহলে এই পোষ্টটি কাজে লাগতে পারে ।
    প্রথমে এখান থেকে PLoP সফটওয়ারটি ডাউনলোড করুন,Boot manager হিসাবেPLoP একটি ভাল সফটওয়ার ।
    PLoP Boot Manager জিপ ফাইলটি ডাউনলোড করে তা একসট্রাক করুন.
    clip_image001
    এখন সি ড্রাইভএ c:\plop(plop)নামে একটি ফোল্ডার তৈরী করুন
    clip_image002
    তৈরী করা এই ফোল্ডার এ plpbt.bin এবং plpgenbtldr.exe ফাইল দুটো রাখুন
    এখন এই ফোল্ডার( c:\plop )থেকে plpgenbtldr.exe ফাইলটি অপেন করুন
    clip_image003
    এই ফাইলটি অপেন হওয়ার পর Command Prompt একটি উইনডো আসবে যে কোন কিতে ক্লিক করলে উইনডোটি চলে যাবে,
    এখন দেখুন এই ফোল্ডারএ plpbtldr.bin নামে একটি ফাইল তৈরী হয়ে গেছে.এবার boot.ini ফাইলটি এডিট করে একটি কমান্ড লাইন লিখে দিতে হবে ।
    My Computer এর এডড্রেসবারে C:\boot.ini লিখে এন্টার দিলেই ini ফাইলটি নোট পেডএ চলে আসবে অথবা এখানে ক্লিক করে দেখুন.
    clip_image004
    boot.ini অপেন হওয়ার পর এখানে কিছু না মুছে সব নিচের লাইন এ c:\plop\plpbtldr.bin="PLoP Boot Manager" এই কমান্ডটি লিখে(Ctrl+s)সেভ দিয়ে দিন,এবার কম্পিউটার রিইষ্ট্রাট করে দেখুন কম্পিউটার চালু হয়ার সময় Microsoft Windows xp professinal এর নিচে PLoP Boot Manager টি দেখা যাচ্চে ,
    clip_image005 আপনি যদি USB devices থেকে বুট করতে চান তাহলে PLoP Boot Manager এ প্রবেশ করে এর মেনুখেকে USB সিলেক্ট করলে USB থেকে বুট হয়ে যাবে ।
    (বি:দ্র: এই পদ্ধতি আমি USB থেকে বুট করতে পেরেছি তাই সমস্যা হলে এখানে মন্তব্য করুন )